সোনালী রাজশাহী নিউজ: মানতা সম্প্রদায়। শত বছর ধরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তেঁতুলিয়া নদীতে নৌকায় বসবাস তাদের। জন্ম, মৃত্যু, জীবন যাপন সব কিছুই নৌকায়। মুসলিম এই জনগোষ্ঠী ছিল সমাজ সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাস্তুভিটা তাদের কাছে ছিল কেবলই স্বপ্নের মতো। এমনকি নাগরিক অধিকারও তাদের ছিল না।
মানতা সম্প্রদায়ের লোকেরা জানান, নৌকার জীবন তাদের। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তাদের মাথা গোঁজার নিরাপদ আশ্রয় হলো। তারাও আজ সমাজের বাকি সবার মতো সমান সুযোগ পাচ্ছেন।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মহিউদ্দিন আল হেলাল বলেন, যুগ যুগ ধরে নদীতে ভাসমান সম্প্রদায়ের মানুষের স্থায়ী ঠিকানা হয়েছে আশ্রয়ণের ঘরে । তাদের সব মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। এছাড়াও রাঙ্গাবালী ও গলাচিপার ছিন্নমূল সব মানুষ ঘর ও জমি পেয়েছেন। এখন আর ভূমি-গৃহহীন নেই। মানতা সম্প্রদায়ের জন্য প্রথম পর্যায়ে ২৯টি এবং চতুর্থ পর্যায়ে ৩০টি ঘর নির্মাণ হয়েছে।
সম্প্রতি এই সম্প্রদায়ের মানুষের খোঁজ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশে পটুয়াখালীর রাঙ্গাবালীর চর মোন্তাজ মানতা পল্লিতে এসেছিলেন মন্ত্রী পরিষদ সচিব মো.মাহবুব হোসেন।
চার ধাপে পটুয়াখালী জেলায় সাত হাজার ৩৫১টি ঘর নির্মাণ করা হয়েছে।