সোনালী রাজশাহী ডেস্ক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে,এরই ধারাবাহিকতায় –
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ০৭ মার্চ, ২০২৩ ইং তারিখ ০৫.৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন রামাইগাছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পূর্ব পার্শ্বে বড়হরিশপুর বাইপাস হতে রাজশাহীগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে।
উক্ত অভিযানে, গাঁজা মোট ৫০ কেজি, {মুল্য অনুমান- ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা}, ট্রাক- ০১ টি, ট্রাকের অর্ধেক পরিমান গার্মেন্টস ঝুট, মোবাইল – ০২ টি, (ঘ) সিমকার্ড- ০৩ টি, গাড়ীর বিভিন্ন কাগজপত্রসহ আসামী মোঃ রফিকুল হাওলাদার (২৪) ( ড্রাইভার), পিতা- মৃত রাজ্জব আলী হাওলাদার, মাতা-আলেয়া বেগম, সাং-পূর্ব ভান্ডারিয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর (এ/পি-সাং-চাচরা (মধ্যপাড়া), থানা-কতোয়ালী, জেলা-যশোর), মোঃ ইয়াছিন কবির নিরব (২০) হেলপার),
পিতা- মোঃ আলমগীর হোসেন, মাতা-জেসমিন বেগম, সাং-কান্দি, থানা-
চৌগাছা, জেলা-যশোরদ্বয়’কে গ্রেফতার করা হয়।ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।