সোনালী রাজশাহী ডেস্ক: বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পদ্মাসেতু দেখতে সাংবাদিক দলের আগমন।
পদ্মা সেতু পরিদর্শন করেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিক প্রতিনিধিদল। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে দলটি সেতু পরিদর্শনে যায়।
গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প দেখতে সাংবাদিকদলটি শুক্রবার (৬ জানুয়ারি) বাংলাদেশে আসে। দলে কলকাতার ২৪ এবং আসামের ৯ সাংবাদিক রয়েছেন।
পরে তারা পদ্মাপারের ঐতিহ্যবাহী মাওয়া ইলিশের হাট ঘুরে দেখে। পদ্মা ও আশপাশের প্রকৃতি আর এর মাঝে বাঙালির গর্বের স্মারক পদ্মা সেতুতে যানবাহনের ব্যস্ততা প্রত্যক্ষ করে তারা।
স্বপ্নজয়ের পদ্মা সেতু ভারতীয়দের কাছেও বেশ আগ্রহের বলে জানান তারা। সাংবাদিকদলটি সেতু দিয়ে বিশাল পদ্মা পাড়ি দিয়ে অভিভূত হয়।
আসাম ট্রিবিউনের নির্বাহী সম্পাদক পি জে বড়ুয়া বলেন, ‘আসাম বাংলাদেশের লাগঘেঁষা। সীমানাপ্রাচীরের অপর প্রান্তে থাকলেও বাংলাদেশের সাফল্যে গর্ববোধ করি।’
কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, নিজস্ব অর্থায়নে বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণ করে, সক্ষমতা জানান দিয়েছে। এই সেতু বাংলাদেশের যোগাযোগে যুগান্তকারী অধ্যায়ই রচনা করেনি, ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে ঢাকাকে যুক্ত করতেও সহায়ক হয়েছে।
ছয় দিনের এ সফর শেষে দলটি ১১ জানুয়ারি ভারতে ফিরবে। এ দলের সঙ্গে রয়েছেন বাংলাদেশের উপপ্রধান তথ্য কর্মকর্তা আব্দুল জলিল।