নিজস্ব প্রতিবেদকঃ পাবনায় আন্তর্জাতিক নদী রক্ষা দিবস পালন করেছে ইয়ূথ এন্ডিং হাঙ্গার পাবনা জেলা কমিটি। মঙ্গলবার সকাল ১১ টায় শহরের ঘোড়াস্ট্যান্ড এ ইছমতি নদীর ব্রিজি ইয়ূথ টিমের সদস্যরা ব্যানার ফেস্টুন হাতে দাড়িয়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
দি হাঙ্গার প্রযেক্ট বাংলাদেশের সযোগিতায়। ইছামতি সহ সকল নদীর প্রাণ ফিরুক শ্লোগানে সেখানে উপস্তিত ছিলেন,বাংলাদেশ নদী বাঁচাও নান্দোলনের পাবনা জেলার সহ সভাপতি হাসান আলী,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, দৈনিক সিনসা পত্রিকার বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ। উল্লেখ্য ১৪ই মার্চ আন্তর্জাতিক নদী কৃত্য দিবস যাকে আরেকভাবে বলা হয়, আন্তর্জাতিক নদী রক্ষা দিবস।
১৯৯৮ সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৭ সালের মার্চে ব্রাজিলের কুরিতিয়া শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সমাবেশ থেকে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজক ইয়ূথ এন্ডিং এর পাবনা জেলার সমন্বয়কারী আব্দুল কাদের নাহিদ, যুগ্ন সমন্বয়কারী নওশীন মৃধা, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকরাম হোসেন,বাধন,শাওন, আবির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।