পুঠিয়া ট্রাকচাপায় রাব্বি (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন। নিহত রাব্বি মহানগরের কাটাখালি এলাকার রেজাউল ইসলামের ছেলে।বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে মোটরসাইকেলে করে দুজন আরোহী বেলপুকুর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ভরুয়াপাড়া নামকস্থানে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই একজন মারা গেছেন।
অপর আরোহীকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, ঘটনার পর পরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।
শাহ্ সোহানুর রহমান