নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৬ই ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে পুঠিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
৩১ বার তপোতধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসটির কার্যক্রম আরম্ভ করা হয়। জিএম হিরা বাচ্চু, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান ও নুরুল হাই মোহাম্মদ হাই আনাছ, (পিএএ) উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষ থেকে প্রথমে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সারাদিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা, কার্যক্রম, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কাটে বিজয়ের এই দিনটি।
পরে মুক্তিযোদ্ধা কমান্ড, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ, পুঠিয়া পৌর পরিষদ, পৌর যুবলীগ, পৌর ও কলেজ ছাত্রলীগ, পৌর কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, লস্করপুর মহাবিদ্যা নিকেতন, পুঠিয়া থানা, পিএন উচ্চ বিদ্যালয়, পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা যতো বাড়তে থাকে মানুষের চাপ ততোই বাড়তে থাকে। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে পুঠিয়া উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডাক্তার মোঃ মনসুর রহমান এমপি, জিএম হিরো বাচ্চু, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান, নুরুল হাই মোহাম্মদ হাই আনাছ, (পিএএ) উপজেলা নির্বাহী অফিসার সহ প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।