পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় (চতুর্থ) ধাপে গৃহহীন ও ভ’মিহীন ২৫৪ টি পরিবার পেল আশ্রয়ণের ঘর। বুধবার (২২ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে বাড়ি হস্তান্তর করাসহ পুঠিয়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন। মাথা গোঁজার ঠাঁই পেয়ে গৃহহীন ওই পরিবারগুলো খুশি প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনে আরা বেগম, পুঠিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও উপকারভোগী ব্যক্তিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, এ উপজেলায় ৪ ধাপে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৫৯৮টি ভূমিহীন-গৃহহীন পরিবার। এর মধ্যে ১ম ধাপে ৫৪টি, ২য় ধাপে ১১০টি, ৩য় ধাপে ১৮০টি এবং ৪র্থ ধাপে ২৫৪টি পরিবার পেলেন থা গোজার ঠাঁই । আর কোন ভূমিহীন ও গৃহহীন না থাকায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পুঠিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কোন কারণে কেউ ভূমিহীন ও গৃহহীন হলে এবং ভূমিহীন ও গৃহহীন পাওয়া গেলে তাদেরকেও ভবিষ্যতে ঘর প্রদান করা হবে।