সোনালী রাজশাহী : ক্রীড়াঙ্গনে নারীদের অবদানের জন্য বুধবার (৮ মার্চ) তাদের নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের বিভিন্ন অঙ্গনের ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনগুলো। পিছিয়ে নেই দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থা সাফও।
পুরুষতান্ত্রিক সমাজের বেড়াজাল ভেঙে সব ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছেন নারীরা। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে অবদান রাখছেন কর্মক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও অভূতপূর্ব হারে বাড়ছে তাদের অংশগ্রহণ।
‘ব্রেকিং ব্যারিয়ারস, স্কোরিং গোলস’ স্লোগানে আজ নারী ফুটবলারদের বিশেষ দিবসটির শুভেচ্ছা জানিয়েছে সাফ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে নারী দিবস নিয়ে বার্তা দিয়েছে সাফ।
পোস্টে সংস্থাটি বলছে, ‘আন্তর্জাতিক নারী দিবস শুভ হোক। আজ আমরা সেইসব নারীর সম্মান জানাতে চাই, যারা জীবনের সমস্ত বাধা পেরিয়ে নিজেদের লক্ষ্যের দিকে ছুটে চলেছেন।’ পোস্টের সঙ্গে সাফ ফুটবলে খেলুড়ে সবগুলো দেশের নারী ফুটবলারদের একজনকে সংযুক্ত করে ছবি আপ্লোড করেছে সংস্থাটি