সোনালী রাজশাহী নিউজ: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মায় স্পিডবোট দুর্ঘটনার চার দিন পর বুধবার (৮ ফেব্রুয়ারি) নদীতে ভাসমান অবস্থায় আরও দুটি লাশ উদ্ধার করেছে ডুবুরিদল। এ নিয়ে গত চার দিনে মোট ৫টি মরদেহ উদ্ধার হলো। চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সার্বিক তত্ত্বাবধানে গত দুদিন ধরে চলছে পদ্মা নদীতে স্পিড বোট দুর্ঘটনায় নিখোঁজ থাকা ব্যক্তিদের উদ্ধার অভিযান। তারই ধারাবাহিকতায় বোট দুর্ঘটনায় নিখোঁজের চার দিন পর বুধবার দুপুরে নদী থেকে ভাসমান অবস্থায় আরও দুটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এদিকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে আসা স্বজনদের আহাজরিতে ভারি হয়ে উঠেছে নদী পারের বাতাস। কখন সন্ধান মিলবে তাদের স্বজনের লাশের। আজ উদ্ধার হওয়া সদরপুর উপজেলার সমশের মাতুব্বরের ডাঙ্গীর বাসিন্দা ছুরমান শেখের ছেলে খোকান শেখ (৪০) এর লাশ শনাক্ত করেন তার স্ত্রী সাহেদা বেগম ও ফরিদপুর মুন্সির বাজার এলাকার জয় গোপাল গোস্বামীর ছেলে বলরাম গোস্বামী (৩৩) এর লাশ শনাক্ত করেন তার ভাই কৃষ্ণ গোপাল গোস্বামী। পরে নিজ নিজ স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করেন ইউএনও।