ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হিরোইনসহ একজন গ্রেফতার বর্তমান সমাজে মারাত্মক এক ব্যাধির নাম ইভটিজিং বরিশাল ও খুলনা দুই সিটি করপোরেশন নির্বাচনে  বিজয় নৌকার প্রার্থী খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু রাজশাহী শ্রীরামপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রের লাশ উদ্ধার অসহায় বৃদ্ধা আলেয়া পেলেন চোখ অপারেশনের টাকা তীব্র তাপপ্রবাহের পর গোদাগাড়ীতে দেখা মিললো সস্তির বৃষ্টি প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ মারা গেছেন দেড় কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ এক যুবক গ্রেপ্তার নির্বাচনে অনিয়ম ও প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ করতে বাধ্য হবে: সিইসি

ফুটপাতে খবরের কাগজ বিক্রি করছেন অভিনেত্রী সাফা কবির

নিউজ ডেস্ক : রাজধানীর পথে ও ফুটওভারব্রিজে দেখা গেলো হেঁটে হেঁটে খবরের কাগজ বিক্রি করছেন অভিনেত্রী সাফা কবির! কণ্ঠে তার হকারের সুর, ‘গরম খবর, তাজা খবর, মাত্র ১০ টাকা’। তার এমন প্রচারণায় কেউ পত্রিকা কিনছেন, কেউ ফিরেও তাকাচ্ছেন না।

এই দৃশ্য বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরের উত্তরার রাজলক্ষ্মী শপিং মলের আশপাশে।

প্রথমবার এই দৃশ্য দেখলে যে কেউ ভড়কে যাবেন, বিশ্বাসই হওয়ার উপায় নেই যে তিনি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। শত শত মানুষের ভিড়ে বেশিরভাগ মানুষই চিনতে পারেননি যে তিনি অভিনেত্রী! ভিড় ঠেলে তপ্ত দুপুরেই তাকে নিয়ে এমন দৃশ্যের শুটিং করলেন নাট্যনির্মাতা অনন্য ইমন।

আহমেদ তাওকীরের চিত্রনাট্যে এই নাটকটির নাম ‘খবরের ফেরিওয়ালা’। নাটকটিতে সাফার সঙ্গে আরও অভিনয় করছেন ইয়াশ রোহান। তিনি এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নাটকটির শুটিং শুরু হয়েছে। চলবে আরও একদিন।

নাটকটি প্রসঙ্গে সাফা কবিরের ভাষ্য, ‘ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেয়েটির দিন শুরু হয়। কাকডাকা ভোরে খবরের কাগজ হাতে নিয়ে শহরের রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করে বেড়ায়। বৃষ্টিতে ভেজা কিংবা রোদে পোড়া কোনও কিছুর তোয়াক্কা করে না সে। এমনই এক হকারের চরিত্রে অভিনয় করছি। এটা আমার অভিনয় জীবনের জন্য অন্যরকম অভিজ্ঞতা। কাজটি ভালো হচ্ছে। গল্পটি আলাদা। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।’

গল্পটি প্রসঙ্গে নাট্যকার আহমেদ তাওকীর বলেন, ‘পত্রিকার পাতা খুললেই শুধু নেতিবাচক খবর চোখে পড়ে আমাদের। পাঠকের পাশাপাশি খবর সংগ্রহ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়া মানুষরাও এসব নেতিবাচক খবরে নাভিশ্বাস প্রায়! তারা দিনশেষে ইতিবাচক শান্তির খবর খুঁজে বেড়ান। এমন ইতিবাচক বার্তা থাকছে এই নাটকে।

গল্পের একপর্যায়ে দেখা যাবে, ক্রাইম রিপোর্টার ও হকারের মধ্যে সখ্য গড়ে ওঠে। তাদের পরিচয় ও কথোপকথনে বেরিয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য! ঘটতে থাকে বিভিন্ন ঘটনা। এগিয়ে যায় ‘খবরের ফেরিওয়ালা’র গল্প

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হিরোইনসহ একজন গ্রেফতার

ফুটপাতে খবরের কাগজ বিক্রি করছেন অভিনেত্রী সাফা কবির

আপডেট সময় ০৩:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

নিউজ ডেস্ক : রাজধানীর পথে ও ফুটওভারব্রিজে দেখা গেলো হেঁটে হেঁটে খবরের কাগজ বিক্রি করছেন অভিনেত্রী সাফা কবির! কণ্ঠে তার হকারের সুর, ‘গরম খবর, তাজা খবর, মাত্র ১০ টাকা’। তার এমন প্রচারণায় কেউ পত্রিকা কিনছেন, কেউ ফিরেও তাকাচ্ছেন না।

এই দৃশ্য বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরের উত্তরার রাজলক্ষ্মী শপিং মলের আশপাশে।

প্রথমবার এই দৃশ্য দেখলে যে কেউ ভড়কে যাবেন, বিশ্বাসই হওয়ার উপায় নেই যে তিনি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। শত শত মানুষের ভিড়ে বেশিরভাগ মানুষই চিনতে পারেননি যে তিনি অভিনেত্রী! ভিড় ঠেলে তপ্ত দুপুরেই তাকে নিয়ে এমন দৃশ্যের শুটিং করলেন নাট্যনির্মাতা অনন্য ইমন।

আহমেদ তাওকীরের চিত্রনাট্যে এই নাটকটির নাম ‘খবরের ফেরিওয়ালা’। নাটকটিতে সাফার সঙ্গে আরও অভিনয় করছেন ইয়াশ রোহান। তিনি এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নাটকটির শুটিং শুরু হয়েছে। চলবে আরও একদিন।

নাটকটি প্রসঙ্গে সাফা কবিরের ভাষ্য, ‘ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেয়েটির দিন শুরু হয়। কাকডাকা ভোরে খবরের কাগজ হাতে নিয়ে শহরের রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করে বেড়ায়। বৃষ্টিতে ভেজা কিংবা রোদে পোড়া কোনও কিছুর তোয়াক্কা করে না সে। এমনই এক হকারের চরিত্রে অভিনয় করছি। এটা আমার অভিনয় জীবনের জন্য অন্যরকম অভিজ্ঞতা। কাজটি ভালো হচ্ছে। গল্পটি আলাদা। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।’

গল্পটি প্রসঙ্গে নাট্যকার আহমেদ তাওকীর বলেন, ‘পত্রিকার পাতা খুললেই শুধু নেতিবাচক খবর চোখে পড়ে আমাদের। পাঠকের পাশাপাশি খবর সংগ্রহ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়া মানুষরাও এসব নেতিবাচক খবরে নাভিশ্বাস প্রায়! তারা দিনশেষে ইতিবাচক শান্তির খবর খুঁজে বেড়ান। এমন ইতিবাচক বার্তা থাকছে এই নাটকে।

গল্পের একপর্যায়ে দেখা যাবে, ক্রাইম রিপোর্টার ও হকারের মধ্যে সখ্য গড়ে ওঠে। তাদের পরিচয় ও কথোপকথনে বেরিয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য! ঘটতে থাকে বিভিন্ন ঘটনা। এগিয়ে যায় ‘খবরের ফেরিওয়ালা’র গল্প