সোনালী রাজশাহী ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় ৫ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার আসামিরা হলেন- মো. শাহজাহান (২৬), শহিদ মিয়া (৩৮), মাসুম বিল্লাহ (২২), আলমগীর হোসেন (২৪) ও রাসেল মিয়া (১৯)। তারা সবাই ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা রয়েছে। এর আগেও তারা কারাভোগ করেছিল বলে জানায় গোয়েন্দা পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে নিজ বাড়িতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ভুক্তভোগী ওই তরুণী। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে হত্যার প্রমাণ মুছে ফেলার জন্য আসামিরা মরদেহকে ওড়না পেঁচিয়ে গাছের ডালে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার আসামিরা এর আগেও বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল। তারা ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো, সন্ধ্যার পর এলাকায় বিভিন্ন অপকর্ম করতো।