সোনালী রাজশাহী নিউজ: আজ শুক্রবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে কৃষি মন্ত্রণালয়। রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও ১০৩টি বেলুন উড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে কৃষিসচিব ওয়াহিদা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শিশু-কিশোরদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
কৃষিসচিব ওয়াহিদা আক্তার বলেন, বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন তারা যেন দেশের শ্রমিক, মজুর ও কৃষককে ভালোবাসেন। এসময় বঙ্গবন্ধুকে সঠিকভাবে জানার জন্য বঙ্গবন্ধু রচিত তিনটি গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ সবাইকে পড়ার ও ভবিষ্যৎ প্রজন্মের