সোনালী রাজশাহী নিউজ: দিন বদলেছে, বদলে গেছে মানুষের চিন্তাধারা, জীবন যাত্রার মান।
মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় নারী শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাইসাইকেল। প্রতিদিন সাইকেলে চড়ে ৪০০-৫০০ মেয়ে দল বেধে বিদ্যালয়ে যাতায়াত করে। ফলে বাড়তি টাকা খরচ না করেই সময়মতো বিদ্যালয়ে যাওয়া যাচ্ছে। এতে বেড়েছে নারী শিক্ষার হার। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।স্কুল শেষে সাইকেল নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরা।
বছর পাঁচেক আগেও মেহেরপুরে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত এলাকার রাস্তা ঘাট ও যোগাযোগ ব্যবস্থা ছিল অনুন্নত। সেই সঙ্গে ছিল সামাজিক কুসংস্কারও। নারী শিক্ষাকেই যেখানে বাঁকা চোখে দেখা হতো, সেখানে নারী শিক্ষার্থীরা সাইকেল চালিয়ে স্কুলে যাবে! এমন ভাবনা যেন আকাশ কুসুম কল্পনা।
দিন বদলেছে। বদলে গেছে মানুষের চিন্তাধারা, জীবন যাত্রার মান। বর্তমানে সীমান্ত এলাকার রাস্তাঘাট উন্নত হলেও যোগাযোগের মাধ্যম অপ্রতুল। তাই বিকল্প বাহন হিসেবে বাইসাইকেল জনপ্রিয় হচ্ছে। ছেলেমেয়ে উভয়ে স্কুলে যাতায়াতে এ বাহন ব্যবহার করছে।
তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪০০-৫০০ মেয়ে দল বেঁধে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। এ বাহন মেয়েদের জন্য নিরাপদ এবং সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছতে পারছে শিক্ষার্থীরা। বিষয়টিকে শিক্ষা ব্যবস্থায় অগ্রযাত্রার মাইলফলক হিসেবে দেখছেন এলাকাবাসী