সোনালী রাজশাহী ডেস্ক : আজ শুক্রবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বন্দরনগরী চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৩১ জানুয়ারি পরবর্তী করণীয় ঠিক করা হবে। রাজধানীতে মেট্রোরেল কতটুকু আকর্ষণীয় হয়ে উঠছে সেটা আপনারা দেখেছেন। এবার চট্টগ্রামেও মেট্রোরেল হবে। চট্টগ্রামের নেতাদের নিয়েই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ বা করণীয় জানানো হবে।
গত ৪ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় ঢাকার পর চট্টগ্রামেও মেট্রোরেল নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নির্দেশ পাওয়ার পর চায়না রেলওয়ে কন্সট্রাকশন কোম্পানি (সিআরসিসি)-১৯ ও ডব্লিউআইইটিসি-জেভি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে।
ওবায়দুল কাদের বলেন, দেশের জাতীয় অর্থনীতির প্রাণস্পন্দন চট্টগ্রাম। বঙ্গবন্ধুকন্যার কারণে এখানেই কর্ণফুলীর তলদেশে দক্ষিণ এশিয়ায় প্রথম টানেল হয়েছে। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল যান চলাচলের জন্য আগামী এপ্রিল কিংবা মে মাসে উন্মুক্ত করে দেয়া হবে। এখানে কেউ ভাবতে পারেনি যে টানেল হবে। বর্তমানে কাজ প্রায় শেষ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, টানেলে যানবাহন প্রবেশের আগে স্ক্যান করা হবে। প্রতিটি যানবাহনকে স্ক্যান করতে সেখানে স্ক্যানার স্থাপন হবে। টানেলের নিরাপত্তায় এবং যাতে কোনো দুর্ঘটনা না হয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, জেলা প্রশাসক এবিএম ফখরুজ্জামান, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ প্রমুখ।