সোনালী রাজশাহী ডেস্ক : ইসলামের চেতনা ও মূল্যবোধ সবার মাঝে ছড়িয়ে দেয়ার পাশাপাশি, স্বাচ্ছন্দ্যে ভাবগাম্ভীর্যময় পবিত্রতায় ইবাদতের সুবন্দোবস্ত করতেই ২০২১ সালের মাঝামাঝি একযোগে দেশের বিভিন্ন জেলায় ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইসলামিক সংস্কৃতির বিকাশ ও স্বাচ্ছন্দ্যে ইবাদতের সুযোগ করে দিতে সোমবার (১৬ জানুয়ারি) একযোগে উদ্বোধন করেন নতুন ৫০টি মডেল মসজিদ। গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ৩১ জেলায় এগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ তৈরি করছে সরকার।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় পর্যায়েও দেশের বিভিন্ন জেলায় চলছে নান্দনিক এসব মসজিদের নির্মাণযজ্ঞ ।
দেশের ৩১ জেলায় মোট ৫০টি মসজিদ ভার্চুয়াল পদ্ধতির অনুষ্ঠানেই উদ্বোধন করলেন অনলাইনে যুক্ত হয়ে সরকারপ্রধান শেখ হাসিনা; মুসলিম সম্প্রদায়ের অনুসারীদের কাছে হস্তান্তর করবেন এসব আধুনিক ধর্মীয় স্থাপনা।
ধর্ম মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র নিশ্চিত করেছে, পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও জেলায় মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলবে সরকার। যার মধ্যে দ্বিতীয় ধাপে প্রস্তুত হয়েছে ৫০টি মসজিদ। এসব মডেল মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ নামাজের সুবন্দোবস্তের পাশাপাশি হজ রেজিস্ট্রেশন, ইমাম প্রশিক্ষণ, গবেষণা কেন্দ্রসহ থাকছে দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা।