খেজুরের রস খেয়ে তোয়া ইসলাম (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তোহা বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের নলটিকা গ্রামের সায়েব আলীর মেয়ে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকালে রামেক হাসপাতালে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। নিহত তোহার পারিবারিক সূত্রে জানাগেছে, শুক্রবার খুব সকালে খালি পেটে খেজুরের রস পান করে অসুস্থ হয়ে পড়ে তোয়া। পরে বমি শুরু করলে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তোয়াকে রামেক হাসপাতালে প্রেরণ করেন।
রামেক হাসতালে নেওয়ার পথে তার অবস্থা আশঙ্কাজনক হলে সকাল ১১ টা দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ডা. কাওসার আহম্মেদ জানান, শিশুটি আমাদের কাছে নিয়ে আসার আগেই মারা গেছে। খালি পেটে খেজুরের রস খাওয়ায় বিষক্রিয়া হওয়ার কারণে সে মারা যেতে পারে বলে ধারনা করা হচ্ছে।