সোনালী রাজশাহী ডেস্ক : একশ বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী কোমল পানীয়র বাজারে রাজত্ব করে আসছে। তবে এবার নতুন পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছে কোকাকোলা। প্রতিষ্ঠানটি ভারতের বাজারে আনতে যাচ্ছে স্মার্টফোন।
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবর, দেশটির প্রখ্যাত টেক ইনফ্লুয়েন্সার মুকুল শর্মা তার টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন, চলতি বছরের প্রথম প্রান্তিকেই ভারতের বাজারে স্মার্টফোন আনতে যাচ্ছে কোকাকোলা।
মুকুল শর্মার পোস্টের কথার মর্মার্থ হলো, চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ মার্চ মাসের মধ্যেই ভারতের বাজারে নতুন স্মার্টফোন ছাড়বে কোকাকোলা।
তিনি আরও জানিয়েছেন, কোকাকোলা এককভাবে নয়, অন্য আরেকটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে মিলে যৌথভাবে ফোনটি আনতে যাচ্ছে।
মুকল শর্মা তার টুইটে ফোনটির পেছনের দিকের ছবি শেয়ার করেছেন। ছবি থেকে দেখা যাচ্ছে, ফোনটিতে দুটি ক্যামেরা রয়েছে। এ ছাড়া ফোনের ডান পাশে অন্যান্য ফোনের মতো ভলিউম নিয়ন্ত্রক বাটন রয়েছে। এর বেশি আর কোনো বৈশিষ্ট্য দেখা যায়নি ছবি থেকে। মুকুলও কোনো বৈশিষ্ট্য শেয়ার করেননি