সোনালী রাজশাহী ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে মেয়াদ বাড়লো বর্তমান স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার। ক্যাবরেরার সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পান হ্যাভিয়ের ক্যাবরেরা। মাঝে ক্যাবরেরার সঙ্গে বাফুফের সম্পর্ক ছিন্ন করার গুঞ্জন ওঠলেও তার সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করলো
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে মেয়াদ বাড়লো বর্তমান স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার। ক্যাবরেরার সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।নতুন বছরের বাংলাদেশ ফুটবল দলের রয়েছে বেশ ব্যস্ত সূচি। ২০২৩ সালে ৫টি ফিফা উইন্ডোতে খেলবে বাংলাদেশ ফুটবল দল। ২০ থেকে ২৮ মার্চ দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। যার জন্য এরই মধ্যে যোগাযোগ করা হচ্ছে তিন দেশ লাওস, কম্বোডিয়া, সিঙ্গাপুরের সঙ্গে। আর তাই বেশ জাতীয় দল নিয়ে বেশ ব্যস্ত সময় পার করবেন হ্যাভিয়ের ক্যাবরেরা।