নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস- বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।
৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি।
এই দিনটি উপলক্ষে আজ রাজশাহী গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সূর্যোদয় ক্ষণে গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, গোদাগাড়ী উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, দেশপ্রেমীক জনতা, শিক্ষক, সকলে সম্মিলিত হয়ে এই মহান বিজয় দিবসকে স্মরণীয় করতে স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন খেলাধুলার
আয়োজনে অংশগ্রহণ করেন।