নিউজ ডেস্ক : কারওয়ানবাজারের ফুটপাতে বসে ইফতার করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ আয়োজিত দিনমজুর ও অসহায়দের জন্য আয়োজিত ইফতারে অংশ নেন তিনি।
দিনমজুরদের সঙ্গে ফুটপাতে শিক্ষামন্ত্রীর ইফতার
ধনী-গরিব, উঁচু-নিচুর সব ভেদাভেদ ভুলে ফুটপাতে বসে ইফতার করেছেন মন্ত্রী ।
২৯ মার্চ রাজধানীর কারওয়ানবাজারের ফুটপাতে এমন দৃশ্য দেখা যায়। শুক্রবার (৭ এপ্রিল) রাতে শিক্ষামন্ত্রীর ফুটপাতে বসে ইফতার করার ওই ছবি বিদ্যানন্দ তাদের ফেসবুক পেজে শেয়ার করে।
সেখানে লেখা হয়, ‘হায় আল্লাহ, মন্ত্রী আমাদের লগে ফুটপাতে বসে ইফতার করছেন! বাজারের ঝাড়ুদারের কাজ করা নিলু খালা তাজ্জব হয়ে আছেন। হাসিখুশি গল্প করছেন, একই মেন্যুতে আহার করছেন, কোন খাবার আবার শেয়ার করছেন। সিকিউরিটির দুশ্চিন্তা অগ্রাহ্য করে শিক্ষামন্ত্রী দীপু মনি সময়টা উপভোগ করে চলছেন।’
‘জানি ইফতার শেষে নিলু আপু ফিরে যাবেন বস্তির ভাঙা ঘরে, আর মন্ত্রী তার গন্তব্যে। তবে সাথে যাচ্ছে ভিন্ন এক চিন্তা আর অনুভূতি নিয়ে। নিলু আপুদের জীবন দেখাতে আর ভাবাতেই বিদ্যানন্দ উদ্যোগ নিয়েছে এই সাম্যতার ইফতারের।’
বিদ্যানন্দের জনসংযোগ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, প্রতিদিনই কারওয়ানবাজার ও আশপাশে দিনমজুরের কাজ করা ও অভাবী মিলিয়ে প্রায় ৭০০ থেকে ৮০০ মানুষকে ইফতার করানো হয়। সেখানে বিদ্যানন্দের পক্ষ থেকে বিষয়টি মন্ত্রীকে জানানো হলে তিনি সবার সাথে বসে ইফতার করতে আগ্রহ প্রকাশ করেন।
সেখানে মন্ত্রীর জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হয়নি জানিয়ে বলেন, ‘আমরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে বলেছিলাম ভিআইপিদের জন্য আমাদের আলাদা কোনো ব্যবস্থা নেই। সবার সাথে ফুটপাতে বসেই খেতে হবে, এমনকি খাবারের মেন্যুও সবার এক। এতে মন্ত্রী খুশি হয়ে আমাদের সবার সাথে বসে ইফতার করেছেন।’
তিনি জানান, শিক্ষামন্ত্রী ইফতারের অনেক আগেই উপস্থিত হয়ে সবার সাথে ইফতার তৈরিতে সহযোগিতা করেছেন, এরপর ইফতারে বসে মানুষের খোঁজ খবর নিয়েছেন, খাবার ভাগাভাগি করেছেন। এরপর আরও বেশি সামাজিক কাজ করতে তিনি কিছু অনুদান বিদ্যানন্দকে দিয়ে গেছেন।