সোনালী রাজশাহী ডেস্ক : বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন,ভবিষ্যতে তথ্য উপাত্ত হবে টাকার চেয়েও দামি।
ভবিষ্যতে ডেটা হবে একটি দেশের নেক্সট কারেন্সি। প্রতিনিয়ত যে ডেটা প্রডিউস হচ্ছে, এতে প্রায় ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর মাধ্যমে তা প্রতি মুহূর্তে জেনারেট হচ্ছে। যা কি না একটি দেশের জন্য অতি মূল্যবান সম্পদ।
প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের তথ্য উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের জোরালভাবে কাজ করতে হবে। এটি অনেক সময় তৃতীয় পক্ষের কাছে চলে যাচ্ছে। সরকারের অনেক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ডেটাবেজ আছে, সেগুলো কিন্তু দেশে ও বিদেশের প্রাইভেট কোম্পানিগুলো বিভিন্ন কৌশলে হাতিয়ে নিয়ে যায়। অনেক সময় সাইবার ক্রিমিনালরাও আক্রমণ চালিয়ে ডেটাগুলো চুরি করার চেষ্টা করে। এ গুরুত্বপূর্ণ বিষয়টির নিশ্চয়তা নিয়েই আমরা ভাবছি। এবং আমরা খুশি যে আমাদের জেলা প্রশাসকরাও সেটি নিয়ে চিন্তা করেছেন।’
ডেটা প্রোটেকশন অ্যাক্ট প্রসঙ্গে তিনি বলেন, অবিলম্বে ‘ডেটা প্রোটেকশন অ্যাক্ট’ প্রণয়নের ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে এই বিষয়ে সভা এবং আলোচনা হয়েছে। ফলে ডেটা প্রোটেকশনের মাধ্যমে ডেটা সংরক্ষণ করা ও নিরাপত্তা দেয়া সম্ভব হবে।
উপাত্ত সুরক্ষা আইন চূড়ান্ত করার কাজ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের উপাত্ত সুরক্ষা আইন অত্যন্ত আধুনিক, ভবিষ্যৎমুখী হবে এবং উদার হবে। কেননা অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের যে জেনারেল ডেটা প্রোটেকশন রুলস আছে, এগুলো সবগুলোকে আমরা অনুশীলন করে এবং দেশে ও বিদেশে আমাদের স্টেক হোল্ডারদের কাছ থেকে যে সুপারিশগুলো পেয়েছি তা পর্যালোচনা করেই এ উপাত্ত সুরক্ষা আইনটি চূড়ান্ত করার প্রক্রিয়ায় কাজ করছি।