সোনালী রাজশাহী নিউজ: বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়ন ক্যাম্পে ভারতীয় সীমান্তে উদ্বার হওয়া প্রায় ৫৮ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়ন, বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়ন ও বিজিবি ১ (রাজশাহী) ব্যাটলিয়ন এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনোয়ার হোসেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন, ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা, র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান খানসহ বিজিবির বিভিন্ন স্তরের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।