সোনালী রাজশাহী ডেস্ক : ঢাকা জেলার ডুমনি ভূমি অফিস থেকে ৩ দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গুলশান রাজস্ব সার্কেলের অন্তর্গত ডুমনি ভূমি অফিস থেকে তাদের আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি প্রদান করা হয়। আটক তিন দালাল হলো-তাইপ (২৫), মো. মাসুদ (২৭) ও মো. রফিক (২৪)।
জানা যায়, ঢাকা জেলায় ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক গুলশান রাজস্ব সার্কেলের অন্তর্গত ডুমনি ভূমি অফিসে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সরকারি কাজ বাধা প্রদানের দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।