কাতারের বুকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ফুটবল বিশ্বকাপের আসর। কেবল কাতার নয়, মধ্যপ্রাচ্যের বুকে প্রথমবারের মতো হচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। আর সেই আয়োজনকে সফল করতে চেষ্টার কোনো কমতি রাখেনি আয়োজক কমিটি।
আলো খেলা….. কাতার
উদ্বোধনী অনুষ্ঠানে আল বায়াত স্টেডিয়ামে আলোর খেলা
চালিয়েছে আয়োজক কমিটি। এই সময় ৬০ হাজার দর্শকের সামনে উন্মোচন করা হয় এবারের বিশ্বকাপের মাসকট লা’ইবকে। আরবি লা’ইব শব্দের বাংলা অর্থ হলো বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়