নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে বীর শহীদদের প্রতি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের শ্রদ্ধা জ্ঞাপন এবং জেলা প্রশাসনের আয়োজনে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান উদযাপন হয়।
দৈনিক সোনালী রাজশাহী এর সর্বশেষ খবর পেতে Google News/sonalirajshahi.com
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকাল ৬ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার) চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি ডাঃ আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করেন।
২৬ মার্চ দেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকাসহ সারাদেশে দিবসটির পালন হয়েছে