প্রতিবেদক এসএসসি ২০০৭: মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমি স্কুলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে স্কুল এক্স-স্টুডেন্টসদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ এপ্রিল শুক্রবার স্কুল প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা, রাজশাহীসহ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ব্যাচের স্কুলের সাবেক শিক্ষার্থীরা এই মিলন মেলা এবং ইফতার মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতেই আল ইসলাহ ইসলামী একাডেমি স্কুলের সাবেক ছাত্রদের আয়োজনে
শ্রদ্ধেয় শিক্ষকদের নিয়ে ইফতার ও দোয়া সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে সকল প্রয়াত ছাত্র, শিক্ষক ও কর্মচারীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৯৫ থেকে ২০২২ সালের এসএসসি ব্যাচের সাবেক ছাত্ররা।
নানা ব্যস্ততা আর যান্ত্রিকতার ভিড়েও দীর্ঘদিন পর সব বড় ভাই, ছোট ভাই ও বন্ধুরা একসঙ্গে মিলিত হয়ে অতীতের স্মৃতি স্মরণ করায় এক অবেগঘন মুহূর্তের পরিবেশ তৈরি হয়। স্কুল জীবনের ইতি ঘটলেও সবাই যেন এক পরিবারের সদস্য।