মাগুরা হাজরাপুর ইউনিয়নের রাউতড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় দুই র্যাব সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।
- শুক্রবার (৯ ডিসেম্বর) ভোরে মাগুরা-ঝিনাইদহ সড়কের এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন- র্যাব-৬ এর সদস্য ফারুক হোসেন (৩৮) ও আনিসুর রহমান (৩৮)। এছাড়া পিকআপ চালকের পরিচয় জানা যায়নি।
মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পিকআপে বিপুল পরিমাণ ফেনসিডিল যাচ্ছে। এ খবরে শুক্রবার ভোরে ওই স্থানে চেকপোস্টে বসানো হয়, পরে পিকআপটিকে দাঁড়ানোর নির্দেশ দিলে সেটি পালিয়ে যায়। এসময় র্যাব সদস্যরা তাদের ধরার চেষ্টা করে। যখন তাদের গাড়িটি ওভারটেক করে পিকআপ র্যাবের গাড়িতে আঘাত করে। দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে র্যাবের দুই সদস্যসহ তাদের গাড়ির চালক ঘটনাস্থলে নিহত হন। এঘটনায় অপর র্যাব সদস্য নাজমুল হোসেন আহত হন।
ওসি জানান, লাশ মাগুরা ২৫০ শর্য়্যা হাসপাতালেল মর্গে রাখা হয়েছে এবং আহত র্যাব সদস্যকে ঢাকায় পাঠানো হয়।