সোনালী রাজশাহী ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক শামীম শিকদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২০০০ সালে একুশে পদক পান।
মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। কিউরেটর অব শামীম শিকদার স্কাল্পচার পার্ক ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৪টায় শামীম শিকদার শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মোহাম্মদপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এর আগে, তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। মৃত্যুকালে শামীম শিকদার ২ সন্তান রেখে গেছেন।
ঢাবির চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক শামীম শিকদার ১৯৯০ সালে টিএসসিতে ‘স্বোপার্জিত স্বাধীনতা’ এবং ফুলার রোড এলাকায় ‘স্বাধীনতা সংগ্রাম’ শীর্ষক ভাস্কর্য নির্মাণ করেন। এর আগে ১৯৭৪ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি ভাস্কর্য নির্মাণ করেন।