- মারা গেলেন সাবেক পোপ বেনেডিক্ট
সোনালী রাজশাহী ডেস্ক : বিশপ (বা ঐতিহাসিকভাবে রোমের পিতৃপুরুষ), বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান বা সার্বভৌম। ক্যাথলিক দৃষ্টিকোণ থেকে, রোমের বিশপের আদিমতা মূলত সেন্ট পিটারের প্রেরিত উত্তরাধিকারী হিসাবে তার ভূমিকা থেকে উদ্ভূত হয়, যাকে যীশু প্রধানতা প্রদান করেছিলেন, যিনি পিটারকে স্বর্গের চাবি এবং “বাঁধা ও হারানোর” ক্ষমতা দিয়েছিলেন। , তাকে “শিলা” হিসাবে নামকরণ করে যার উপর চার্চ নির্মিত হবে। বর্তমান পোপ হলেন ফ্রান্সিস, যিনি ১৩ মার্চ ২০১৩-এ নির্বাচিত হন।
মারা গেলেন সাবেক পোপ বেনেডিক্ট
বেশ কিছুদিন ধরেই চিকিৎসকের অধীনে ছিলেন ৯৫ বছরের এই ধর্মগুরু। এর আগে গত বৃহস্পতিবার তার অসুস্থতার খবর জানান বর্তমান পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে তার সুস্থতার জন্য দোয়ার দরখাস্তও করেন। শেষমেশ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।
২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান ও একইসঙ্গে ভ্যাটিকান প্রধানের পদ থেকে সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট বয়সের কারণে স্বেচ্ছায় ইস্তফা দেন। বেনেডিক্টের পর পোপ হিসেবে আসেন ফ্রান্সিস।