সোনালী রাজশাহী ডেস্ক : নিষিদ্ধ ইলিশ শিকার করার অপরাধে ১৫ জেলে আটক
সোমবার (৩ এপ্রিল) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা ও তুলাতুলি এলাকার মাঝামাঝি মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে ১৫ জেলেকে আটক করা হয়েছে।
ভোলা সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, মৎস্য বিভাগ, উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারসহ (ভূমি) বিশেষ অভিযানে ওই ১৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি ইলিশ, জাল ও দুটি ট্রলার জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে ২ হাজার করে মোট ৩০ হাজার জরিমানা করা হয়েছে। একই সাথে ট্রলার দুইটি নিলামের মাধ্যমে ৫২ হাজার ২৮৭ টাকায় বিক্রি করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।