রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাঙামাটি কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নে সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে নিহত।
রাঙামাটির কাপ্তাইয়ে বাদশা মাঝির টিলায় সিলিন্ডার বিস্ফোরণে ইসমাইল মিয়া (৪৫) ও তার ছেলে মো. রিফাত (৭) নিহত হয়েছেন।
এ সময় নিহত ইসমাইল মিয়ার স্ত্রী সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।