সোনালী রাজশাহী ডেস্ক : রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট যোগ দেয়। আগুনের তীব্রতায় প্রচণ্ড ধোঁয়াচ্ছন্ন হয়ে যায় ভবনের আশপাশ। এ কারণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। ঘটনাস্থলে মোতায়েন রাখা হয় একাধিক অ্যাম্বুলেন্স।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ পর্যন্ত মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৯ জন, মহিলা ১২ জন, শিশু ১ জন। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস