“রাজশাহীতে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন: বিজিবি”
সোনালী রাজশাহী ডেস্ক : রাজশাহী মহানগরীতে গরিব অসহায়দের মাছে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূলে চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবি ।
আজ মঙ্গলবার ১০ জানুয়ারি বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ড ছোট বনগ্রাম ঈদগাহ মাঠে প্রায় ৫০০ অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লফিত খান।
উপস্থিত ছিলেন বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ,
কাউন্সিলর মোহাম্মদ তৌহিদুল হক (সুমন) ১৯ নং ওয়ার্ড সহ বিজিবির কর্মকর্তাবৃন্দ ।
এছাড়াও বিজিবির রাজশাহী ব্যাটালিয়ন-১ এর ব্যবস্থপনায় মেডিকেল ক্যাম্পাইনে রাজশাহী সেক্টর এর মেডিকেল অফিসার ডাঃ মুশাব্বিার আহম্মেদ দুস্থ-অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান করেন।