সোনালী রাজশাহী : রাজশাহীতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে যায়যায়দিন প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যায়যায়দিনের রাজশাহী ব্যুরো প্রধান বদরুল হাসান লিটন। বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী কলেজের অধ্যাপক তাজুল ইসলাম, দৈনিক সোনালি সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তানজিমুল হক তানজিম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান,
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, ভারপাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক রাশিদুল হক রুশো, রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু, মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী প্রমূখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে ফুল দিয়ে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়
বক্তরা পাঠক প্রিয় নিরপেক্ষ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য যায়যায়দিন কর্তৃপক্ষের কাছে আহবান জানান।