রাজশাহী পুঠিয়া বানেশ্বর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।
স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজ ও নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। আমরা মাদক উৎপাদন করি না তবুও এর ভয়াল ছোবল থেকে রক্ষা পাচ্ছি না। আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে কাজ করছে আপনারা দেখছেন।
সমাজকে মাদকমুক্ত করা সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষের সম্ভব নয়, সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সকল উপজেলায় যেতে হবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আনতে হবে। আমরা যেমন সন্ত্রাসকে দমন করেছি তেমনি মাদকেও দমন করবো।