সোনালী রাজশাহী ডেস্ক : আাগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র আগমনের অপেক্ষায় রাজশাহী বাসী। তার আগমনকে ঘিরে শহর জুড়ে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। শহর বাসি অপেক্ষায়, কবে আসবে তাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যে রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ ও রাজশাহী মহানগর যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে প্রচার মিছিল বের হয়।
আজ সোমবার বিকাল ৪টায় রাজশাহী কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয় থেকে মহানগর মহিলা আওয়ামী লীগ ও রাজশাহী মহানগর যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে প্রচার মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।