সোনালী রাজশাহী ডেস্ক: রাজশাহী মহানগরীর মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতা জনিকে (৩৩) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বিকেলে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনি রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
এতে বলা হয়, অভিযানে জনির কাছ থেকে একটি চোরাই মোটরসাইকল জব্দ করা হয়েছে। অন্য সহযোগীদের নিয়ে জনি বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করতেন। তিনি রাজশাহী মহানগরীর মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূল হোতা বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-৫ সদর দপ্তরের অপারেশন কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে জনি মোটরসাইকল চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদ শেষে জনিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।