সোনালী রাজশাহী নিউজ: আজ ৭ই মে ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১০:৩০ টায় রাজশাহী কলেজ অডিটরিয়ামে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে ‘উদ্ভাবনী মেলা ২০২৩’-এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে রাজশাহী’র বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি মিডিয়ার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মো: রফিকুল আলম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
দুই দিনব্যাপী এ মেলায় আরএমপি’র দুটি উদ্ভাবনী স্টল রয়েছে। একটি ‘ডিজিটাল ফরেনসিক ল্যাব’ অন্যটি ‘পুলিশ ভেরিফিকেশন ফর ড্রাইভিং লাইসেন্স’।