নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন ফজলে হোসেন বাদশা।
১৬ জানুয়ারি সোমবার বিকেলে মসজিদ মিশন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে স্কুল প্রাঙ্গনে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মসজিদ মিশন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। এসময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।