সোনালী রাজশাহী নিউজ: রাজশাহীর গোদাগাড়ীতে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল ) সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কামারপাড়া এলাকার রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মুখামুখি দুটি প্রাইভেট গাড়ীর সংঘর্ষে ৬ জন আহত হয়। এর মধ্যে দুই জনের অবস্থা আশাংকাজনক। দুর্ঘটনার খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
জানা যায় ‘ছবির’ কালো পাজারো গাড়িটি বিটিসিএল এর সিজিএম এর গাড়ি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল এবং লাল প্রাইভেট কারটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল।এ মত অবস্থায় দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) কামরুল ইসলাম জানান
রাজশাহীর দিক থেকে ছেড়ে আসা একটি গাড়ী চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা আরেকটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দু’টি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গোদাগাড়ী মডেল থানা পুলিশ দুর্ঘটনা স্থানে গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয় এবং গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।