সোনালী রাজশাহী নিউজ: মুজিব শত বার্ষিকী উপলক্ষে সারা দেশের সাথে একযোগে রাজশাহীর পবা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ২৮৮ টি পরিবারকে ঘর হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই ধারবাহিকতায়
বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে ৪র্থ পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের এসডিজি লক্ষ্যমাত্রার অংশ হিসেবে মুজিব শত বার্ষিকী উপলক্ষে ৪র্থ পর্যায়ে এ উপজেলায় ২৮৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
এ পর্যন্ত উপজেলায় ৫৩৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। এই ভূমি ও গৃহ হস্তান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবা উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম