নিজস্ব প্রতিবেদক : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুঠিয়ায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার সকালে উপজেলার কান্দ্রা দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সুপার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু একাডেমী পুঠিয়া উপজেলা শাখার সভাপতি এ বি এম শাখাওয়াত হোসেন বাসার ও অত্র ওয়ার্ড এর সম্মানিত ইউপি সদস্য, আমিনুল ইসলাম বকুল ।
আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সহ শিক্ষকমন্ডলী, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ