আব্দুল কাদের নাহিদ, বাঘা: রাজশাহীর বাঘায় গত মঙ্গলবার রাত ১০ টায় সড়ক দূর্ঘটনার শিকার হয়ে একটি আহত শিয়াল ৪ দিন ধরে পুকুরের তলায় ভেজা মাটিতে শুয়ে আছে। উপজেলার দক্ষিন মিলিক বাঘা গ্রামের বাজারের পূর্ব পার্শ্বে রাস্তায় এ দূর্ঘটনা ঘটে। দূঘটনার পর রাস্তার পাশে গ্রামের মজিবর রহমান সেকেন্দার এর বাড়ির সামনে পুকুরে অবস্থান নেয় শিয়ালটি।
স্থানীয় দোকানি শাহিনুর রহমান জানান, রাতে শিয়ালটিকে এনেকেই রাস্তায় দেখেছে সকালে খোজ পাওয়া গেল পুকুরে পড়ে আছে। তিনি জানান শিয়ালটির মাথার অংশে আঘাত লেগেছে। পরদিন বুধবার প্ররিবেশ ও প্রকৃতি প্রেমী মাসুদ রানা মাসুদ রানা জানান এ বিষয়টি রাজশাহী বন্যপ্রানী অধিদপ্ততের জানানো হয়েছে।
স্থানীয়রা আরো জানান শিয়ালটি খাবার খেতে না পেরে খুব কষ্টে সেখানেই পড়ে আছে, বন্যপ্রানী সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীতে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোন চিকিৎসা মিলেনি।