তরুন যুবকরা রাষ্ট্র, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র, জাতির আগামী দিনের কর্ণধার ।
রাজশাহী কলেজে যুব সমাজ হুমকির মুখে,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মাদকাসক্তির প্রকৃতি ও আমাদের করনীয় শীর্ষক সেমিনার রাজশাহী কলেজ অডিটিরিয়াম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোঃ আবু কালাম সিদ্দিক পুলিশ কশিশনার, আরএমপি,রাজশাহী । বিশেষ অতিথি মোঃ ফজলুর রহমান অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর , মোহা. অলিউর রহমান, উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ, মুল প্রবন্ধ্য উপস্থাপন সৈয়দা জান্নাতুন সায়মা,সহকারী অধ্যাপক, সমাজবিঞ্জান সভাপতি – প্রফেসর মোহ. আব্দুল খালেক -অধ্যক্ষ রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ অডিটিরিয়াম।
তরুন যুবকরা রাষ্ট্র, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র, জাতির আগামী দিনের কর্ণধার। তরুণ প্রজন্মই আমাদের দেশ-জাতিকে ধীরে ধীরে উন্নতির দিকে টেনে নেয়ার বিরাট ভূমিকা রাখে এবং রেখে আসছে যুগে যুগে। তবে আমাদের দেশের তরুণ ও যুব সমাজের একাংশ নানাভাবে জড়িয়ে যাচ্ছে মরণ নেশা মাদকের সঙ্গে। এ নেশা এমনই এক নেশা ধীরে ধীরে বিবর্ণ করে দিচ্ছে আমাদের সবুজ তারুণ্যকে। নষ্ট করে দিচ্ছে দেশের ভবিষ্যত। আমাদের দেশের রয়েছে পর্যাপ্ত তারুণ্যনির্ভর জনশক্তি। দেশের এ মূল্যবান সম্পদ মাদকের চোরাচালান ও অপব্যবহারের কবলে পড়ে যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়, উন্নয়ন বাধাগ্রস্ত হয়। নেশার ছোবলে পড়ে এ যুবসমাজ কর্মশক্তি।