” পরিষ্কার-পরিচ্ছন্ন গড়ার শপথ নিন
বাংলাদেশকে এগিয়ে নিন “
রাজশাহী জেলার প্রথম উপজেলা হিসাবে গোদাগাড়ীউপজেলায় বিডি ক্লিনের টিম গঠন করা হলো। পরিষ্কার-পরিচ্ছন্ন গড়ার শপথ নিন বাংলাদেশকে এগিয়ে নিন। এবং বাংলাদেশকে স্বপ্নের রঙ্গিন ময় আলোকিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আপনিও পরিচর্চা করুন। সেই উদ্দেশ্যেই হাজার হাজার তরুণদের নিয়ে এগিয়ে চলেছে বিডি ক্লিন নামের সেচ্ছা সেবক সংগঠনটি। গোদাগাড়ী উপজেলার বিডি ক্লিন টিম তৈরির সময় উপস্থিত ছিলেন:
রাজশাহী জেলার সমন্বয়ক মোঃ সাজিদুর রহমান
ও রাজশাহী জেলার অতিরিক্ত সমন্বয়ক মোঃ শাহাদাত হোসেন।
কার্যসভা শেষে বিডি ক্লিনের সদস্যরা গোদাগাড়ী মডেল থানার ওসি জনাব কামরুল ইসলাম এর সাথে দেখা করে ফটো সেশন এ অংশগ্রহণ করেন।