নিজস্ব প্রতিবেদক : বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করলেন রাশিক মেয়র।
বছরের প্রথম দিনে উৎসবের মধ্যে দিয়ে নতুন পাঠ্যপুস্তক হাতে পেলো রাজশাহীর শিক্ষার্থীরা।
১ জানুয়ারি রোববার সকাল ১১ টার সময় প্রধান অতিথি থেকে রাজশাহী অগ্রনী বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বছরের প্রথম দিনে অতি উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পাঠ্যবই হাতে নিছেন শিক্ষার্থীরা।
রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. মারমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে বই বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এস জাফরউল্লাহ, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান শাহ্, রাজশাহীর জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, অগ্রনী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সভাপতি মোশারফ হোসেন বাচ্চু, অগ্রনী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হক প্রমূখ।
জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, এ বছর রাজশাহী জেলায় ৫ লাখ ৭০ হাজার প্রাইমারী ও মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ করা হবে।