রাজশাহী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১১০ বোতল ফেন্সিডিল সহ ১ জন আসামী গ্রেফতার ।
রাজশাহী জেলার পুলিশ সুপার, জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার, এসআই(নিঃ)/ মোঃ ইনামুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় ৩ ডিসেম্বর ২০.৩০ ঘটিকার সময় বাঘা থানাধীন পুরাতন বাসটার্মিনালের দক্ষিন পার্শ্বস্থ ঈগল বাস কাউন্টারের ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল ঈগল বাস কাউন্টারের ভিতরে প্লাস্টিকের তৈরী ক্যারেটের মধ্যে মাদকদ্রব্য ফেন্সিডিল বিশেষ কৌশলে রেখে বাস যোগে বহন করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য অবস্থান করাকালে এজাহারনামীয় ধৃত আসামী ১। মোঃ আবুল হোসেন (৩৭), পিতা-মোঃ মতিউর রহমান, সাং-দক্ষিন মিলিক বাঘা, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে ১১০ (একশত দশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।