সোনালী রাজশাহী নিউজ: রাজশাহী জেলা গোয়েন্দা শাখার অভিযানে মাদকসহ প্রাইভেটকার জব্দ। পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার সহ এসআই (নিঃ)/মোঃ মাহাবুব আলম ও সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায়
১৪ মার্চ মঙ্গলবার ১৫.৩০ ঘটিকায় বাগমারা থানাধীন চাঁনপাড়া গ্রামস্থ চাঁনপাড়া হেলিপ্যাড মাঠের মধ্যে মাদক ব্যবসায়ীগণ প্রাইভেট কার যোগে ও মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে নিয়ে এসে নিজেদের দখলে রেখে ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে
এজাহারনামীয় ধৃত আসামী ১। মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে সাব্বির (২৭) পিতা- মোঃ মোকছেদ শাহ্, সাং-দানগাছি, থানা-বাগমারা জেলা- রাজশাহী, বর্তমান গ্রাম-পলাশবাড়ী (জৈনক হাসুর বাড়ির ভাড়াটিয়া) উপজেলা/থানা- আশুলিয়া জেলা-ঢাকা, ২। মোঃ আফজাল হোসেন (৪০), পিতা-মৃত আতাউর রহমান, (সাদোপাড়া ভবানীগঞ্জ পৌরসভা), থানা-বাগমারা, জেলা-রাজশাহী, ৩। খন্দকার শাহীন (৫৫), পিতা-মৃত খন্দকার লোকমান, সাং- দক্ষিণ লতিফপুর, থানা ও জেলা- গাজীপুর, ৪। মোঃ রিপন আলী (২৭), পিতা- মোঃ এরশাদ আলী, ৫। মোঃ নাহিদ হাসান (২০), পিতা মোঃ সাইফুল ইসলাম @ ভুট্টু,
উভয় সাং-উত্তর একডালা, থানা-বাগমারা জেলা রাজশাহীগণদের হেফাজত হতে ২,১০০ (দুই হাজার একশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহন কাজে ব্যবহৃত ১টি পুরাতন সাদা রংয়ের Allion (Modified) 1500 cc প্রাইভেট কার এবং ১টি পুরাতন কালো রংয়ের Apache RTR-160 cc মোটরসাইকেল সহ গ্রেফতার করা করে ডিবি পুলিশ ।
এ সংক্রান্তে ধৃত ও পলাতক আসামীগণদের বিরুদ্ধে বাগমারা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।