নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।কোর্ট চত্বরে নিজ কার্যালয়ে এলাকার অসহায়, দরিদ্র, শীর্তাত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
আজ বৃহসপতিবার ১৯ জানুয়ারী রাজশাহী জেলা পরিষদ এর চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল শীর্তাত মানুষের উদ্দেশ্যে বলেন, আমি জানি, টানা তীব্র শীতে অসহায় মানুষের বেহাল অবস্থা হয়ে পরেছে। এই তীব্র শীতে আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি সুযোগ পেলে আপনাদের মাঝে আরো শীতবস্ত্র দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।