১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে এই দিনটি বিশেষভাবে পালিত হয়। নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এই দিন বাঙালি জাতি পেয়েছেন স্বাধীন,সার্বভৌম একটি রাষ্ট্র।
মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে দিবসটি পালিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে
রাজশাহীতে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জনাব জি এস এম জাফর উল্লাহ (এনডিসি) রাজশাহী বিভাগীয় কমিশনার।
জনাব আব্দুল জলিল (জেলা প্রশাসক রাজশাহী )
রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ মহোদয়।
জনাব মো: আবুল কালাম সিদ্দিক পুলিশ কমিশনার (আরএমপি)
উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম বার।
এ সময় কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।